রাউজানে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

142

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা (দক্ষিণ) জোন এর পরিচালনায় রাউজানের ২টি কেন্দ্র গশ্চি উচ্চ বিদ্যালয় ও কদলপুর স্কুল এন্ড কলেজে দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরিক্ষা শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা-২০১৮ গত ১৪ ডিসেম্বর শুক্রুবার সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা পরিক্ষায় ২ কেন্দ্রে ২য় থেকে ৮ম শ্রেনীর শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সারা দেশের ২৫ টি জেলায় অভিন্ন প্রশ্ন পত্রের আলোকে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্র প্রধান ছিলেন অধ্যাপক সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন, কেন্দ্র সচিব ছিলেন পরিচালক আব্দুল­াহ আল রোমান, উক্ত পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিক্ষা পরিচালনা কমিটির কেন্দ্রিয় পরিক্ষা পরিচালক সৈয়্যদ মোহাম্মদ খোবাইব, কেন্দ্রিয় পরিচালনা কর্মকর্তা দিদার কাদেরী, কেন্দ্রিয় পর্যবেক্ষক সাইফুল ইসলাম নেজামী, উপজেলা বৃত্তি কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ইলিয়াস নুরী, আবু বক্কর সওদাগর, মোহাম্মদ হানিফ,আহম্মদ সৈয়্যদ, সৈয়্যদ মোহাম্মদ হোসেন, আবুল কাশেম রেজবী, জিল­ুর রহমান হাবিবী, এমরান হোসেন মাসুম, দেওয়ানপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান আব্দুল গফুর, আবদুল মাবুদ খান, বৃত্তি কমিটির সাবেক পরিচালক নজরুল ইসলাম, আমান উল­াহ আমান, সৈয়দ মুহাম্মদ ইউসুফ উদ্দিন, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন জুবাইর, স্কাউট কাব-লিডার সৈয়্যদ আকতার, মোহাম্মদ সায়েম উদ্দিন, মোহাম্মদ ফারুক,আশেক বিন আব্দুল আজিজ, কদলপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক, গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, আব্দুস সাত্তার, বৃত্তি পরিচালনা কমিটি (রাউজান দক্ষিণ) উপ-পরিচালক শামসুল আরেফিন, উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) রবিউল হোসাইন সুমন,জয়নাল আবেদীন জাবেদ, ওয়াসিম আকরাম, সৈয়্যদ গোলাম কিবরিয়া, জাহেদ বাদশা, মোহাম্মদ নওশাদ প্রমুখ।