রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে রূপন নাথ (৫০) নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা করে কর্ণফুলী নদীর পাড়ে বালু চাপা দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার ২ টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাথ পাড়া এলাকা থেকে রাউজান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে থানা সূত্রে জানা গেছে। নিহত রুপন বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে। ৬ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এবং ৩ কন্যা সন্তানের জনক।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৭-৮ বছর ধরে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এর পূর্বে বাড়ির পাশে তার মুদির দোকান ছিল। পাগল হয়ে যাওয়ার পর নানাজন তাকে উত্যক্ত করত। কয়েক বছর ধরে তিনি মানুষের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতেন। এতে অনেকেই তাকে মারধর করতেন। বুধবার রাতে কে বা কারা তাকে মেরে খালের পাশে ফেলে রেখে মাথা বালু দিয়ে এবং শরীর গাছের পাতা দিয়ে ঢেকে রাখে। তার লাশের পায়ে, হাতে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাত্র ১৪ দিন আগে তার বড় মেয়ের বিয়ে হয়।
নিহতের মা গীতা দেবী বলেন, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার সম্পদের অভাব নেই। তাকে একেবারে পিটিয়ে না মেরে বাঁচিয়ে রাখলে আমি তাকে লালন করতে পারতাম।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ‚ঁইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি নিহত ব্যক্তিটি একজন মানসিক প্রতিবন্ধী। তিনি নানা সময় নানা জায়গা থেকে নানা জিনিসপত্র নিয়ে আসতেন। এই কারণে তার প্রতি এলাকার অনেকেই ক্ষুব্ধ। মঙ্গলবার সাইকেল নিয়ে আসায় তাকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। সকালে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।