রাউজান প্রতিনিধি
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান পেঁলাটিলা শাখা গঠন ও শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশশান আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে প্রথম অধিবেশনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মো. আবু তৈয়বের সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান এয়াছিন নগর দায়রা শাখার সভাপতি মোহাম্মদ খোরশেদুল আলম। প্রধান অথিতি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন নোয়াজিশপুর মঈনীয়া আজীজিয়া মাদ্রাসার আরবি মুদাররিস হযরত মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আনিস উল খান বাবর, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিনহাজ উদ্দীন, রাউজান ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দীন কালু, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, এয়াছিন নগর শাখার সাধারণ সম্পাদক আজগর হোসেন টিপুসহ প্রমুখ।
অনুষ্ঠানে মোহাম্মদ ফারুক উদ্দীনকে সভাপতি, শাহাদাত হোসেন বাবুকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দের নিয়ে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান পেঁলাটিলা শাখা গঠন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্য শেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের পর তাবারুক বিতরণ করা হয়। জিকিরে সা’মা মাহফিল পরিবেশন করেন মাইজভান্ডারী মরমী সঙ্গীত শিল্পী মোহাম্মদ জাবেদ হোসেন তালুকদার। উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা হতে আগত অতিথিবৃন্দ এবং সর্বস্তরের আশেকে রাসূল (দ.) ও আশেকে হযরত গাউসুল আযম মাইজভান্ডারী (ক.)।