রাউজান প্রতিনিধি
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে মহিলা আওয়ামী লীগ সদস্য, মহিলা ইউপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ রাউজান উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিতরণ অনুষ্ঠান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জান্নাতুল ফেরদৌস ডলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবিনা ইয়াছমিন রুজির সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জেবুন্নেছা, লাকি চৌধুরী, সাহেদা বেগম, ছেনোয়ারা বেগম।