রাউজানে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিনাজুরী ইউনিয়নে গত বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য দিলোয়ারা ইউসুফ, রাউজান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম, ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, মহিলা নেত্রী রুবিনা ইয়াছমিন রুজি, রবিন্দ্র লাল চৌধুরী, বসুমিত্র বড়ুয়া, তসলিম উদ্দিন, কামরুল ইসলাম বাচ্চু, সরোয়ার উদ্দিন, সরোয়ার আজাদ প্রমুখ।