রাউজানে মদসহ দু’জনকে গ্রেপ্তার

1

রাউজান প্রতিনিধি

রাউজান থানার বিশেষ অভিযানে ৭৫ লিটার দেশিয় চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১২টায় ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, এসআই মোহাম্মদ আলী সৈকত ও ফোর্স নোয়াপাড়া ইউনিয়নের চেকপোস্টে অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গুনিয়ার আদিলপুর গ্রামের ফরিদা বেগম (৫৪) ও আদর্শ গ্রামের মো. হেলাল (২৫)।
অভিযানে তাদের হেফাজত থেকে মদ ও সিএনজি জব্দ করা হয়েছে। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আদালতে সোপর্দ করা হয়েছে।