রাউজান প্রতিনিধি
রাউজানের বাগোয়ান ইউনিয়নে সরকারি ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইসতিয়াক চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, গত ৬ জুন সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গরীব ও অসহায়দের মাঝে চাল বিতরণের সময় প্রতিজন থেকে ৫০০ থেকে ৭০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাজশ্রী বিশ্বাস ও ইউপি সদস্য রোকসান চৌধুরী। তাদের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও হুমকির অভিযোগও তোলা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজশ্রী বিশ্বাস বলেন, পরিবহন খরচ ও ইউনিয়ন পরিষদের আয় হিসাবে এসব অর্থ গ্রহণ করা হয়েছে।