রাউজানে ব্রিকফিল্ড দখলের অভিযোগ

1

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পর রাজনৈতিক নেতার ইন্ধনে সন্ত্রাসীরা রাউজানে বিবিএম ব্রিকফিল্ড দখল করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্রিকফিল্ডের মালিক মোহাম্মদ আব্দুস ছবুর আসিফ এই অভিযোগ করেন। লিখিত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আইনসম্মতভাবে ব্রিকফিল্ড পরিচালনা করে আসছি। ২০২২ সালের ১ সেপ্টেম্বর আমার ব্রিকফিল্ড চালু করি এবং সফলভাবে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এটি পরিচালনা করেছি। কিন্তু সম্প্রতি সরকার পরিবর্তনের পর আমার ব্রিকফিল্ডটি পরিকল্পিতভাবে কিছু স্বার্থান্বেষী প্রভাবশালী ব্যক্তির নির্দেশে একদল সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দখল করে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং পরিবারের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। আমি বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু এখনও ন্যায্য বিচার পাইনি। তাই বাধ্য হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। আমি বিশ্বাস করি, তিনি আমার পরিস্থিতির গুরুত্ব বুঝবেন এবং আমার ব্রিকফিল্ড পুনরুদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, তারা যেন দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং আমাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করে। বিজ্ঞপ্তি