রাউজান প্রতিনিধি
জাতীয়ভাবে কয়েকবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী চট্টগ্রামে ঐতিহ্যবাহী রাউজানে দি বুড্ডিষ্ট কো-অপারেটিভের ক্রেডিট ইউনিয়নের (বিসিসিইউএল) ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠান ও সাধারণ সভা গতকাল শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে সম্পন্ন হয়েছে। রাউজানের কদলপুর প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন ঢাকা কালবের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। সম্মানিত আলোচক ছিলেন ইউএসটিসির সাবেক ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ সুহৃদ ছিলেন সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধক আশীষ বড়ুয়া, জেলা সমবায় অফিসার মো. মোসলেম উদ্দিন, বুড্ডিস ডক্টর এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, ঢাকা বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান স্বপন বড়ুয়া চৌধুরী, কালবের সাবেক ডিরেক্টর পিটার বাড়ৈই, ঢাকা বকুলের প্রতিষ্ঠাতা বিমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধার্থ বড়ুয়া, কালবের জেনারেল ম্যানেজার মি.প্যাট্রিক পালমা। উদযাপন কমিটির মহাসচিব অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিরেক্টর এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া, ডিরেক্টর প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, আশুতোষ বড়ুয়া ও সেক্রেটারি রনধীর বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, সমবায় কর্মকর্তা মো.ওবাইদুল হক, ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, ডা. মৃদুল বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, ইউপি চেয়ারম্যান এ্যানি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, উত্তম কুমার দে, সীমাজু বড়ুয়া, ছাজেং অং।
বক্তব্য রাখেন প্রাক্তন সেক্রেটারি বদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, সংগঠনের সেক্রেটারি রনধীর বড়ুয়া, ডিরেক্টর প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, মৃনাল কান্তি বড়ুয়া, মিলন বড়ুয়া, টিটুল বড়ুয়া, আয়ুপাল বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্রাক্তন সভাপতি সুদত্ত বিকাশ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সরিৎ চৌধুরী সাজু, চারুত্তম বড়ুয়া, জ্যেসেফ ডি মিলভা, দীপক বড়ুয়া, দীপন বড়ুয়া, বকুল বড়ুয়া, উপস্থিত ছিলেন- মিলন বড়ুয়া, টিটুল বড়ুয়া, আয়ুপাল বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্রাক্তন সভাপতি সুদত্ত বিকাশ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সরিৎ চৌধুরী সাজু, চারুত্তম বড়ুয়া, জ্যেসেফ ডি মিলভা, দীপক বড়ুয়া, দীপন বড়ুয়া, বকুল বড়ুয়া।