রাউজানে বিপুল অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

0

রাউজান প্রতিনিধি

রাউজানের নোয়াপাড়া এলাকায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে র‌্যাব-৭ এর সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াপাড়া এলাকার মরহুম খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিন এবং মো. শফির ছেলে সোহেল। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি অস্ত্র ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি দেশিয় তৈরি দুইনলা ও একনালা বন্দুক, একটি এয়ারগান, ১০টি কিরিচ, ১৫টি কার্তুজ, ৪টি রানদা, ২টি দামা, ২টি দা, ৫টি ছুরি, ৮টি অবৈধ লাঠি ও ৩টি চাইনিজ কুড়াই, বিদেশি মদ এক বোতল। এছাড়া মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে। অভিযান শেষে র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল (মিডিয়া) হাফিজুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয়।’