রাউজানে বিট পুলিশিং সচেতনতা মূলক সভা

1

রাউজান প্রতিনিধি

অপরাধ দমনে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। এতে পুলিশে পাশাপাশি জনগণ এগিয়ে আসলে অপরাধমুক্ত সমাজ হবে। আর থানায় জিডি করতে কেউ টাকা চাইলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের রাউজানে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে বিনাজুরী ইউনিয়নে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিনাজুরী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল। পুলিশের উপ পরিদর্শক মো. মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু, এস এম মামুন , নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক , বাদল বড়ুয়া, জাহাঙ্গীর আলম, বিনাজুরী ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী, আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, ওয়াড পুলিশিং কমিটির সভাপতি, যদু বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, অলক বিশ্বস সুজন, মোহাম্মদ ইসহাক, অভি সরকার, বাবু মুহুরী, মোজাম্মেল হক প্রমুখ।