রাউজান প্রতিনিধি
রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম বাদশা মিয়ার কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন সুলতান কাজল। গত রবিবার রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের উজির আলী মাজির বাড়িস্থ কবরে তার নেতৃত্বে শ্রদ্ধা ও কবর জেয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. রেওয়াজ, নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, হান্নান তৌহিদ চৌধুরী, আবু সাইদ রিপন চৌধুরী, মো.আলমগীর, রকি মানিক, শফিউল আলম, হাসান বাহাদুর, ইমন চৌধুরী বাপ্পা, ফারুক উদ্দিন ভুইয়া, হাফিজ উদ্দিন প্রমুখ।