রাউজানে বিএনপির লিফলেট বিতরণ

1

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তুবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে রাউজান পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউর রহিম আজমের নেতৃত্বে পৌরসভার ফকিরহাটে এ লিফলেট বিতরণ করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আবু তাহের মনু, বিএনপি নেতা মো. মোস্তাফা, রাউজান পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক সাদেক সুলতান পারভেজ, যুবদল নেতা আবু তাহের, সাইফুল আলম শুভ, জমির উদ্দিন, বাবু, মহিউদ্দিন, রাশেদ, মোসলেম, ওসমান, রহিমসহ অনেকে।