রাউজান প্রতিনিধি
শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির রাজনীতিতে সুবাতাস বইছে। সারা দেশের মতো নানা কর্মসূচিতে মুখর রাউজানের বিএনপি নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিল ও সমাবেশ করেছে নোয়াপাড়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। কর্মসূচিতে শ্লোগানে শ্লোগানে মুখর মিছিলটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের পথেরহাট বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ, বিএনপির নেতা এইচ এম হাশেম মোজাহের আলম, মো. মমিন ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইউসুফ তালুকদার, যুব দলের নেতা জানে আলম বাদশা, মোহাম্মদ সেলিম, মো. জানে আলম, মৎস্যজীবী দলের সদস্য সচিব শুকুর মিয়া, দিদারুল আলম, মো.শুক্কুর, ছোটন আজম প্রমুখ।