রাউজানে বিএনপির উঠান বৈঠক

1

রাউজান প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজান ১৩নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে স্থানীয় ময়দানে ৫নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা মুহাম্মদ জসিম উদ্দিন। উত্তর জেলা যুবদল নেতা আরফাত হোসেন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা ছোটন আজম, সাবেক ইউপি সদস্য নুরুল আবছার, ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম, ডা. শ্যামল দাশ, মো. মুরাদ। বক্তব্য রাখেন যুবদল নেতা আবদুর ছবুর, জানে আলম, আবুল কালাম, মাস্টার পনির দাশ, মাস্টার মিলন দাশ, আজম আলী, মাহাবুব আলম, মোরশেদ আলম, মো. ছাদেক, খালেক, সুজন দে, কিরণ চক্রবর্তি, মো. ইদ্রিস, সাজিদ, আফসার, নোমান, নয়ন, হাসান, নাহিদ, শাহাদাত হোসেন, বাদল, দিদার, আবুল কালাম, আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি জসিম উদ্দিনকে এলাকাবাসির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।