রাউজান প্রতিনিধি
রাউজানের জলিল নগর বাস স্ট্যান্ডে রাউজান-রাঙামাটি বেবি টেক্সি সিএনজিচালক সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতিদিন চাঁদাবাজির প্রতিবাদে রাঙামাটি সড়কে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন চট্টগ্রাম আঞ্চলিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রাউজান শাখা কমিটি। গতকাল রবিবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করে এ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহবান জানান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রবিন, মো. রাশেদ আলম শিকদার, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মো. এরশাদ, সাংগঠনিক সম্পাদক রাজু, লাইন সম্পাদক মো. খোকন, মো. রায়হান, মো. রবিউল, সরোয়ার খান, রবিউল, মো. ইমন, জিকু, মাহফুজসহ অনেকে।