রাউজান প্রতিনিধি
বাংলা নববর্ষ উপলক্ষে রাউজান সার্বজনীন রাস বিহারী ধামের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে। রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম পরিচালনা কমিটির উদ্যোগে ১লা বৈশাখ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সমীর দাশগুপ্ত। চিকিৎসা প্রদান করেন রাউজান হাসপাতালের আরএমও ডা. অনুসেন দাশগুপ্ত। অতিথি ছিলেন- অনুপম দাশগুপ্ত, দুলাল দাশগুপ্ত, উজ্জ্বল কান্তি দাশ, প্রমোথ দাশ, রিপন দাশ, প্রকৌশলী অনিক দাশগুপ্ত, এডভোকেট সৌমিত্র ভট্টাচার্য্য জয়, তুহিন গুহ, অনিক দাশগুপ্ত প্রমুখ। এতে কয়েকশ রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।