রাউজান প্রতিনিধি
রাউজান ৬নং বিনাজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি আলহাজ্ব এ কে এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে বিনাজুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৬নং বিনাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবু মো. হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ১১নং পশ্চিম গুজারা ইউনিয়ন বিএনপির সভাপতি রেইঞ্জার মো. হারুন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী গুন্নু মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল ইসলাম রুবেল, ইউনিয়ন যুবদলের সভাপতি আল মারুফ চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী, বাদল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন মোর্শেদ চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক এসএম মামুন, সহ-সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সদস্য সচিব সত্য প্রিয় বড়ুয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা আবু আব্দুল্লাহ ছোটন চৌধুরী, ইউনিয়ন ছাত্রদল নেতা ইরফান চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মিন্টু সিল, যুবদল নেতা সুজন, বিএনপি নেতা জদু বড়ুয়া, মোঃ আরমান, মোহাম্মদ রুবেলসহ ইউনিয়ন বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।