রাউজান প্রতিনিধি
রাউজানে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক অংছিং মারমা। স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবী ব্যক্তিরা সমভাবে কার্ড বণ্টন করে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রাউজান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, যুবদল নেতা রিয়াজ উদ্দিন চৌধুরী, হোসেন চৌধুরী, শাহ আলম নেজাম উদ্দিন, তৌহিদ মিয়া, মো. শাহজান, প্রধান শিক্ষক মো. সেকান্দর, মো. নিয়াজ উদ্দিন, মো. রোকন, মো. ফারুক, আকবর, এমরান প্রমুখ।