রাউজানে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

24

রাউজানে চাদের গাড়ির (জিপ) ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাছাড়া গুরুতর আহত হন আরো একজন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন শাহ সড়কের মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ বাবর বাবু (২৫) তিনি আরব আমিরাত প্রবাসী। দুই মাস পূর্বে তিনি দেশে আসেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে। আহত মোহাম্মদ ইমরানও (২৬) একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী, হতাহতদের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে জিপ-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই দুই তরুণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবরকে মৃত ঘোষণা করেন। আর আহত ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাউজান থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন বলেন, লাশ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। জিপটি জব্দ করা হয়েছে। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।