রাউজানে দিনব্যাপি কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

2

রাউজান প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার উদ্যোগে দিনব্যাপি কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা জামায়াতে ইসলামির আমীর মো. শাহজাহান মঞ্জু। উপজেলা সেক্রেটারি জেনারেল মো. রিদোয়ান শাহ’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মো. আব্দুল জব্বার।
সেশনের শুরুতে দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন চট্টগ্রাম জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, মাওলানা মুসা আনসারী, জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি মো. ইউছুফ ইমন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল হাশেম. উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নাজিম উদ্দীন আল আজাদ, মাস্টার মিজানুর রহমান চৌধুরী, পৌরসভার সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের, পৌরসভারসহ, সেক্রেটারি কুতুব উদ্দিন জিলানী, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আজম খান। উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াজিষপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান শিকদার, গহিরা ইউনিয়ন সভাপতি মো. নুরুদ্দিন, হলদিয়া ইউনিয়ন সভাপতি মো. শহিদুল আলম, চিকদাইর ইউনিয়ন সভাপতি মাওলানা শাহআলম, রাউজান ইউনিয়ন সভাপতি মো. জামাল উদ্দিন, মামুনুর রশিদ, সাইফুদ্দিনসহ অনেকে।