রাউজান প্রতিনিধি
রাউজানের দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তৈয়্যবীয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
২৮ জুন বিকেলে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. শরীফ উদ্দীন। তৈয়্যবীয়া স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ এর আহব্বায়ক মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। সংবর্ধিত অতিথি ছিলেন এস. আর. ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিআইপি ফোরকান উদ্দিন রুবেল। সংগঠনের সভাপতি মাকসুদুল আলম সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, একাডেমি সুপারভাইজার স্বজল চন্দ্র চন্দ ও কিরণ চন্দ্র দাশ, ইন্সপায়ার শিপ লাইফ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুর রহমান এবং রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র নাথ, তৈয়্যবীয়া স্মৃতি সংসদের উপদেষ্টা আবুল বশর, আবু তৈয়্যব আনসারী, ডা: শাহীন, তসলিম উদ্দিন, হেলাল উদ্দিন, মনির হোসেন। এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের সিনিয়র সদস্য মুনিবউদ্দিন আরহান, এ. আর রাশেদ উদ্দিন, ইফতেখার, জাবের, নাঈম, ওহিদ, ফয়সাল, সাকিব, আসিফ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শরীফ উদ্দীন বলেন, শিক্ষার আলোয় আলোকিত জাতি গড়ে তুলতে মেধাবৃত্তি ও সৃজনশীল কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ বড় উদাহরণ হয়ে থাকবে। আপনারা এমন আয়োজন অব্যাহত রাখলে আগামী দিনে এ অঞ্চল শিক্ষায় আরও অগ্রগামী হবে। বক্তারা বলেন, এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে। স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রসারে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠান শেষে তিনটি ক্যাটাগরিতে উত্তীর্ণ ২০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।