রাউজানে ট্রাক চাপায় নিহত ১

32

রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নুরুল ইসলাম (৬০) নামের প্রবাস ফেরত এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নোয়াপাড়া এলাকার বাবুল মেম্বারের বাড়ির মৃত আবদুল বারিকের পুত্র নুরুল ইসলাম বাজার করার সময় পথেরহাট বাজারে যান। এ সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পার হওয়ার সময় মুক্তিযোদ্ধা খায়েজ আহমদ শপিং সেন্টারের সামনে কাপ্তাইগামী একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন।
পরে ঘাটক ট্রাকটি পালিয়ে যাওয়ায় প্রায় তিন কিলোমিটার পর স্থানীয় আবু জাফর মো. রাশেদের সহযোগিতায় কাপ্তাই সড়কের গশ্চি নয়াহাটে আটক করা হয় গাড়িটি। পরে নোয়াপাড়ার ফাঁড়ির পুলিশ গাড়িটি হেফাজতে নিয়ে আসে।
নিহত নুরুল ইসলামের ভাই পো মুরাদ হোসেন জানান, নিহত নুরুল ইসলাম বেশ কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে এসে একটি নতুন বাড়ি করে বসবাস শুরু করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। নিহত নুরুল ইসলামের ৩ কন্যা ও ১ মেয়ে রয়েছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।