রাউজানে জায়গার বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

1

রাউজান প্রতিনিধি

রাউজানের কদলপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা, ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন করেন হযরত সাইর ফকির রহ. বাড়ির এক পক্ষের নারী-পুরুষেরা। সোমবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ নিয়ে রাউজান থানায় অভিযোগও দায়ের করেন হামলায় আহতরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের জায়গার উপর মাটি ভরাট করতেছে রাশেদ গং এবং কামাল, জামাল সহ অনেকে। আমরা প্রতিবাদ করতে গেলে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। আমাদের ঘর ভাঙচুর করে লুটপাট করেছে। ঘরের আসবাবপত্র তছনছ করে দেয়, জানালা ভাঙচুর করে এবং গলার চেইন এবং মোবাইল নিয়ে যায়। আমরা এর বিচার চাই।
বক্তারা আরও বলেন, এখন আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে ওরা। আমাদের মেরে ফেলবে, লাশ ফেলে দিবে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমাদের আরও অনেকে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি আছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ক্ষতিগ্রস্ত মো. এমরানের মা জাহানারা বেগম, ভুক্তভোগী শিরিন আকতার, মো. জাহেদ, পারভেজ, বিপ্লব, এনি, শাহীন, জেবুন্নেছা, সুমি প্রমুখ। রবিবার দুপুরে জায়গা-জমির বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয় ৭-৮জন।