রাউজান প্রতিনিধি
সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠলো রাউজানের জনসাধারণ। যার কারনে এবার চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের জনসাধারণ। গতকাল সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি দিদারুল আলম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মো. আলমগীর, রাসেল মিয়া রকি, যুবদল নেতা মো. আলাউদ্দিন, মো. শাহীন, মো. ফোরকান, সাইফুল ইসলাম রিপন, ফয়জুল আজিজ রাজু, কামাল ড্রাইভার, রাশেদ, হৃদয়, মিজান, ইউসুফ, সোলাইমান, মেহেদী, মামুন খান, ওসমান গণি, বদিউল আলম, ইসমাইল সর্দার, মনু, সোহেল খানসহ আরও অনেকে।