রাউজান প্রতিনিধি
রাউজানে ঘরোয়া পূজা আর্চনার জন্য ফুল আনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
গতকাল রবিবার তিনি সকাল সাড়ে ৬টায় ফুল সংগ্রহ শেষে বাড়ি ফিরতে সড়ক পার হচ্ছিলেন। এই সময় রাউজান পৌরসভার জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।