রাউজান প্রতিনিধি
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পূর্ব গুজরা হযরত মাওলানা বশরত উল্লাহ্ আল-নক্সবন্দী (রহ.) শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ছাবেরের সভাপতিত্বে ও সহ-সভাপতি জয়নাল আবেদীন জাবেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় কমর আলী বেগ জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আবু বক্কর সওদাগর। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দীন, ঢাকা কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম কাউসার, পূর্বগুজরা ইউনিয়ন গাউসিয়া কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাবউদ্দীন সুলতানি, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক নুরুল ইসলাম, নুরুল আবছার, বড়ঠাকুরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মোরশেদ, প্রবাসী নজরুল ইসলাম, জামাল উদ্দীন, মুহাম্মদ সাহাবুদ্দীন, ইব্রাহীম, মুহাম্মদ মোজাফফর। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পারভেজ, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা আবুল কালাম, মাওলানা শওকত হোসাইন, মাওলানা নুরউদ্দীন, মোরশেদ ভান্ডারী, মুহাম্মদ জাবেদ আলী, মুহাম্মদ আরাফাত, রেজাউল, মুহাম্মদ খোরশেদ, সেলিম, মোহাম্মদ মাসুদ, নঈমউদ্দীন, আরমান, ইরফান, ইকতিয়ার, মোশারফ, ইমন, সাকিব, সাব্বির সহ প্রমুখ। অনুষ্ঠানে আওতাধীন এলাকার প্রায় ১২০ অসচ্ছল পরিবারের মাঝে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।