রাউজান প্রতিনিধি
রাউজানে গরু চুরি করার সময় গণপিটুনিতে এক চোর নিহত হয়েছে। নিহত চোরের নাম মো. রুবেল (৩৫)। তিনি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার মৃত নুরুল আলমের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর থানা পুলিশ সকালে লাশটি উদ্ধার করে ময়নানতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশে খোলা জমিতে।
থানার ওসি মনিরুল ইসলাম ভ‚ঁইয়া বলেন,‘বৃহস্পতিবার ভোর ৪ টার থেকে সাড়ে ৪ টার মধ্যে হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয় দেখে ফেরে। তারা দ্রæতই রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রাখে। সকাল ৯ টায় বিষয়টি আমরা জানতে পারি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নানতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, নিহত গরু চোর রুবেলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ৪টি মামলার সন্ধান পাওয়া গেছে।
পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন, ‘চোরাইকৃত একটি গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা এবং ময়নানতদন্তের প্রস্ততি চলছে’।