রাউজানে খেলাফত মজলিসের ওলামা মাশায়েখ সম্মেলন

1

রাউজান প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস রাউজান উপজেলার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রাতে রাউজান জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জমিয়তুল ওলামা ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ড-এর সভাপতি হযরতুল আল্লামা শাহ সেহাবুদ্দীন।
বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, মহানগরের সাধারণ সম্পাদক রিদওয়ানুল ওয়াহেদ ও উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমদ হামিদি। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা খেলাফত মজলিসের আহŸায়ক ও দলের সংসদ সদস্য প্রাথী মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরবনগরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাউজান উপজেলা হেফাজতের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ও ধর্ম বিষয়ক সম্পাদক শোয়াইব আরবনগরী।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি ক্বারী শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান খলিলাবদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন, বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাস্টার সোহাইল, মিডিয়া সম্পাদক আতিকুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মুফতি ইব্রাহিম নূরসহ মাওলানা আবদুর রহমান, ইয়াছিন হলদিয়া, মাওলানা আইয়ুব, মাওলানা আইয়ুব আরবনগরী, মাওলানা ওবায়দুল্লাহ, মোহাম্মদ বিন মোত্তালিব, মাওলানা তৈয়ব, দিদার, ওবাইদুর রহমান প্রমুখ।
সম্মেলনের শেষ পর্বে রাউজান উপজেলা হেফাজতের সভাপতি কে. এম আলমগীর মাসউদকে প্রার্থী হিসেবে রিকশা প্রতীক তুলে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।