রাউজানে কবিরাজ নজির আহমদ স্মৃতি সংসদের কমিটি গঠনকল্পে গত শুক্রবার রাউজান পাহাড়তলী চৌমুহনী গ্রীণ সেন্টার অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক আলহাজ ডা. মোহাম্মাদ জাফর আলী। প্রকৌশরী সুলতান মাহমুদ বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি সমীরণ বড়ুয়া, প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, ওচমান চৌধুরী, সি আর বিধান বড়ুয়া, প্রকৌশলী ওবায়দুল্লাহ আহরার, মো, নুরুল আলমের সঞ্চাালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার মফিজুল আলম, সাকিউল আলম সাকিল, আবু মুসা তালুকদার, ইঞ্জিনিয়ার এমরান হোসেন, উজ্জ্বল বণিক প্রমুখ। পরে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি প্রকৌশলী সুলতান মাহমুদ বেলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল আলম, সহ-সভাপতি প্রকৌশলী মিন্টু দাশ, সহ-সভাপতি মোজাম্মেল হক ডালিম, সহ-সভাপতি মো.রূহুল আমিন রণি, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, যুগ্ম সম্পাদক প্রকৌশলী ওবায়দুল্লাহ আহারার, সহ সম্পাদক সাকিউল আলম সাকিল, সহ-সাধারণ সম্পাদক ডা. পুলক কান্তি দে, সহ সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কান্তি বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মো. আবু মুসা তালুকদার, সহ-অর্থ সম্পাদক সৌরভ বড়ুয়া, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী ইমরান হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক-ইমন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক মো. জুয়েল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রপায়ন বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ উদ্দিন, ধর্মীয় সম্পাদক মো. নুর খান।