রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বিএনপির এক পক্ষের ওপর হামলা ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে এক পর্যায়ে মুখোশধারীদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে অন্তত ১০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়া গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে। এই ঘটনার পর আবারও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গুলিবিদ্ধ সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ২০-৩০ জনের একদল মুখোশধারী মো. মহিউদ্দিন নামের একজনকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মুখোশধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ওই এলাকার মো. মাসুদ, মো. লাভলু, জসিম উদ্দিন, মো. জানে আলম, সাইফুদ্দিন, মো. মহিউদ্দিন, মো. মানিক, আলাউদ্দিন, মো. হুমায়ুন, ও নুরুল আবসার।
জানা গেছে, বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াপাড়া এলাকায় প্রায়ই সময় হামলা-গোলাগুলির ঘটনা ঘটছে। বিগত সরকার পরিবর্তনের পর থেকে এই ইউনিয়নে এমন কর্মকান্ড চলছে। এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে শহরে চলে যাচ্ছেন বলে জানা গেছে।
এব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, রাতেই বিএনপির একপক্ষের উপর কিছু লোকজন নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে মো. কামাল উদ্দিনের উপর হামলা চালায়। এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে মুখোশধারীরা তাদের উপরও এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১০-১২ জনের বেশি গুলিবিদ্ধ হন। আমরা মুখোশধারী হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।