রাউজানে আ.লীগ নেতা রোসাঙ্গীর গ্রেপ্তার

2

রাউজান প্রতিনিধি

রাউজানে মুহাম্মদ রোশাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোশাঙ্গীর উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মৃত আবদুল হাকিম সওদাগরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ বলেন, তার বিরুদ্ধে পূর্বের মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে শনিবার কারাগারে প্রেরণ করা হবে।