রাউজানে আমির চৌধুরী (র) বার্ষিক ইছালে ছাওয়াব উপলক্ষে মাহফিল

61

রাউজান পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদ ও আমিরহাট বাজারের প্রতিষ্ঠাতা হযরত আমির চৌধুরী (রহ.) ৩২৫ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল গত সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আমির চৌধুরী সংঘের উদ্যোগে আয়োজিত ওরশ শরিফে খতমে কোরআন, নূরানী ওয়াজ, আলোচনা, মিলাদ, যিকির, মোনাজাত, তাবরুক বিতরণ কর্মসূচী পালিত হয়। আমির চৌধুরী (র.) উত্তরসুরি আবুল বশর চৌধুরী প্রকাশ বশর মুন্সির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ইছালে ছাওয়াব মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। বাদে মাগরিব থেকে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আমির চৌধুরী জামে মসজিদের খতিব সাংবাদিক মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন মাইজভান্ডারী। সংগঠনের ধর্মিয় সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় এতে তকরির করেন চিকদাইর পাঠানপাড়া হযরত রুস্তম শাহ (র.) মসজিদের খতিব ও মুহাম্মদপুর আব্দুল জলিল শাহ মাদ্রাসার সুপার মাওলানা রাশেদুল আলম আল কাদেরী। মিলাদ পরিবেশন করেন আমির চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল আবছার। এতে উপস্থিত ছিলেন আমির চৌধুরীর উত্তরসুরি মুহাম্মদ মুছা, মাওলানা আব ছৈয়দ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আবু তৈয়ব, জাফর মেম্বার, আলহাজ মালেক মেম্বার, আব্দুস সালাম মাস্টার, সিরাজুল হক চৌধুরী, ওবাইদুল হক চৌধুরী, ফরিদ উদ্দিন, রফিক সওদাগর, আবুল বশর, গোলাফুর রহমান, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, হাফেজ মাওলানা সালাউদ্দিন, শায়ের মাওলানা ওসমান গণী, নাজিম উদ্দিন মাইজভান্ডারী, গিয়াস উদ্দিন চৌধুরী, প্রবাসি সালাউদ্দিন, আমির চৌধুরী সংঘের সভাপতি আহসান হাবিব চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক ওসমান উদ্দিন অপি, সংঘের সদস্য মো. শাকিল, মুহাম্মদ আলী আকবর মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ কায়ছার, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ বাপ্পু, মুহাম্মদ ফাইরোশ, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ হাবিব প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হযরত আমির চৌধুরী মসজিদ, বাজারসহ বিভিন্ন জনহিতকর কাজ কওে গেছেন বিধায় তিনি আজ পর্যন্ত মরেও অমর রয়েছেন সমাজের মধ্যে। বক্তারা আরো বলেন, গুণী ব্যাক্তিদের কথা স্বরণ রাখলেই সমাজে গুনী ব্যাক্তি সৃষ্টি হবে। বুজুর্গ ব্যাক্তি ছিলেন বলেই আজ ওনার স্বরণে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মিলাদ কিয়াম, যিকির শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন মাইজভাÐারী। রাউজান প্রতিনিধি