রাউজানে আনন্দ অশ্রু ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা

33

চট্টগ্রামের রাউজানে আনন্দ অশ্রু ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা গত শুক্রবার সকাল ৯টা থেকে উরকিরচর ইউনিয়নের আবুরখিল ঢাকাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ওই ইউনিয়নের ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার বড়ুয়া, কর কর্মকর্তা শ্যামল বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক সনদ বড়ুয়া, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ডা. সাগর বড়ুয়া, পরীক্ষা কেন্দ্র প্রধান শিক্ষিকা শুকলা আশ্চ্যার্য্য প্রমুখ।