রাউজানে আজিমুশশান মিলাদ মাহফিল

2

রাউজান প্রতিনিধি

রাউজানের হযরত মাগন হাজী শাহ (রহ.) বাড়ী, মো. রমজান আলী মুন্সির বাড়ী, মোহাম্মদ আব্দুল করিম মাস্টারের বাড়ী, মোহাম্মদ ইব্রাহিম মিস্ত্রির বাড়ী, মাওলানা আবুল কাসেম চৌধুরীর বাড়ি, এম.এ শামসুর বাড়ী, খোয়াজ মোহাম্মদ বাড়ীর যৌথ উদ্যোগে ও এলাকার প্রবাসীদের সার্বিক সহযোগিতায় কবরবাসীগণের ইছালে সাওয়াব উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল গত শনিবার বাদে যোহর হতে খোয়াজ মোহাম্মদ বাড়ীর পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম চাঁদগাঁও হাজী মিন্নাত আলী মুন্সি জামে মসজিদের খতিব সেকান্দর হোসাইন আল কাদেরী। মাহফিলে খাজা গরীবে নেওয়াজ (রহ.)জামে মসজিদের খতিব মাওলানা জানে আলম আল কাদেরীর সভাপতিতে বিশেষ বক্তা ছিলেন সিকদার মাতার জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর বেলায়তী, দমদমা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এস.এম জিয়াউদ্দিন, মাওলানা মো. শওকত হোসেন, মাওলানা হাফেজ জুনায়েদ, মাওলানা রায়হান। সংগঠক মো. এমদাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. রাশেদ, মো. আলী, মো. কাদের, মো. নাজিম, মো. ওহাব, মো. মহিউদ্দিন, মো. রুবেল, মো. মনা, মো. তৈয়ব, মো. নাঈম, প্রবাসী মো. হায়দার, মো. টিপু, মো. আরিফ, মো. বাপ্পা, মো. রনি প্রমুখ।