রাউজানে অধ্যাপক খালেদের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের শ্রদ্ধা

70

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক আজাদীর সম্পাদক ও রাউজানের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ২১ ডিসেম্বর মরহুমের পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, মরহুমের পুত্র জহির উদ্দিন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মোসলেম উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, দপ্তর সম্পাদক তপন দে, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি তসলিম উদ্দিন, মরহুমের কনিষ্ঠ পুত্র জোবায়ের হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, আবদুল লতিফ, মঈনুদ্দিন মোস্তফা, আবু সালেক, দীপলু দে দীপু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, মোরশেদ আলম।