রাউজান প্রতিনিধি
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম আধারমানিক হযরত সৈয়দ আওলিয়ার বাড়ির পার্শ্বস্থ ডা. ছালে আহম্মদ ডাক্তারের বাড়িতে অগ্নিকান্ডে ১১ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ বান ঢেউটিন ও নগদ ৬৬ হাজার টাকা করে প্রদান করেছে রাউজান উপজেলা প্রশাসন। বুধরার দুপুরে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় উপস্থিত ছিলেন- রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাশ, সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বীনা চৌধুরী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়নের বিএনপি নেতা শেখ আলাউদ্দিন, সমাজ সেবক মনসুর আহমেদ, যুবদল নেতা জানে আলম, যুবদল নেতা ইয়াকুব বাদশা, ইউনিয়ন যুবদলের সভাপতি জাগির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কমিটির সদস্য সৈয়দ মনছুর আলম, সৈয়দ নুরুল আমিন, সৈয়দ দেলোয়ার হোসেন, সৈয়দ নাদিম হায়দার, সৈয়দ মুহাম্মদ সায়মন, মো.রিদোয়ান, তাসিফ, মো. মুরাদ।