রাউজানের হলদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

1

রাউজান প্রতিনিধি

রাউজানের হলদিয়া ইউনিয়নে ভিডাবিøউবি কর্মসূচির আওতায় মহিলাদের জন্য ৩০ কেজি করে বরাদ্ধকৃত চালের জন্য সুবিধাভোগীদের যাচাই বাছাই ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার রাউজানে হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনোয়ারা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন, সদস্য মহিউদ্দিন জীবন, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা নুরুল তালুকদার, ইউসুফ তালুকদার, ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল খালেক, সমাজসেবক মো. জয়নাল প্রমুখ।
বক্তারা বলেন, সঠিক উপকারভোগী নির্বাচন ও স্বচ্ছতার মাধ্যমে সরকার প্রদত্ত ভাতা প্রাপ্যদের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি। এ ধরনের তথ্য যাচাই কার্যক্রম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। অনুষ্ঠানে এলাকার শতাধিক ভাতা প্রার্থী উপস্থিত থেকে তথ্য হালনাগাদ করেন।