নিজস্ব প্রতিবেদক
রাউজানের একের পর এক হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপির সাবেক আহব্বায়ক গোলাম আকবর খোন্দকারের সন্তান। গতকাল যুবদলকর্মী মো. আলমগীর খুন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন-‘রাউজানে এখন যেন পাখির মতো রাজনৈতিক হত্যা হচ্ছে-একের পর এক, বিনা ভয়ে, বিনা বাধায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রশাসন যেন চোখ বুঁজে আছে। প্রশাসন চাইলে ২-৩ জনকে গ্রেপ্তার করলেই এই হত্যার রাজনীতি থেমে যেতে পারে কিন্তু তারা তা করছে না। তাহলে কি রাউজানের প্রশাসনও টাকার কাছে বিক্রি হয়ে গেছে? নাকি প্রভাবশালীদের চাপে তারা নীরব দর্শক হয়ে বসে আছে? এই নীরবতা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় বরং ন্যায়ের প্রতি এক ভয়াবহ অবহেলা। রাউজানের সাধারণ মানুষ নিরাপত্তা চায়, ন্যায়বিচার চায়-ভয় আর রক্তের রাজনীতি নয়।’ তিনি আরও লিখেছেন, ‘যেমন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তেমনি আমাদের একটি নতুন রাউজানও গড়তে হবে-ন্যায়, মানবতা আর সাহসের ভিত্তিতে।’
উল্লেখ্য, মো. আলমগীর ১২ বছর কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় আসেন। তাকে গতকাল মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী গুলি চালিয়ে হত্যা করে।











