রাইসের দুই ফ্রি কিকে উড়ে গেল রিয়াল

0

আর্সেনালের মাঠে দেখা গিয়েছে এক বিবর্ণ রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে বলও পায়নি ঠিকঠাক। অপরদিকে বল পায়ে আলো ছড়ালেন ডেকলান রাইস। দুর্দান্ত দুই ফ্রিকিকে গোলের রেকর্ড গড়ে প্রথম লেগে এগিয়ে নিলেন আর্সেনালকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল রাতে রিয়ালকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। রাইসের দুই ফ্রিকিক গোলের পাশাপাশি বাকি গোলটি করেন মিকেল মেরিনো। আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।