রাইজিং ষ্টর ক্লাবের কার্যকরী পরিষদের সভা গত ৯মার্চ চকবাজারস্থ ক্লাব কার্যালয়ে নোমান আল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান ক্লাবের সামগ্রিক পরিস্থিত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ভবিষ্যতে ক্লাবের সাংগঠনিক ভিত শক্তিশালী করে খেলাধুলা ও সামাজিক কার্যক্রম বেগবান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নোমান আল মাহামুদকে আহব্বায়ক ও মো: শাহজাহানকে সদস্য সচিব করে ১১(এগার) সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহব্বায়ক কমিটিকে আগামী ৬(ছয়) মাসের মধ্যে ক্লাবের একটি কার্যকরী কমিটি করার দায়িত্ব অর্পন করা হয়।
আহব্বায়ক কমিটি: নোমান আল মাহামুদ- আহব্বায়ক, মো: শাহজাহান- সদস্য সচিব, সদস্যরা হলেন এ.এস.এম. শহীদুল্লাহ, এস.এম. শফিউল আজম, আরশাদ জামাল, সাধন চন্দ্র দুবে, এমদাদুল ইসলাম চৌধুরী আব্বাস, শহীদুর রহমান, বিজয় কুমার চৌধুরী কিষান, কাবেদুর রহমান কচি ও নাজমুল ওয়াহাব চৌধুরী। বিজ্ঞপ্তি