কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের হাফছড়ি মুখ পাড়ায় বসত ঘরে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাড়ার পাই চাও মারমার একটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৮ অক্টোবর রাত ৮ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান। তিনি বলেন, এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘর এবং ঘরের আসবাবপত্র, ধান-চাল সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে এলাকাবাসী ধারনা করছেন। এছাড়া অগ্নিকাÐে ২-৩ লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে বলেও তারা জানিয়েছেন।