রমজানের আগেই গরিবের পাশে বিত্তশালীদের দাঁড়ানো প্রয়োজন

3

মাহে রমজানের আগাম শুভেচ্ছা। আসছে এবাদতের ভরা বসন্ত সিয়াম সাধনার মাস রমজান। আমাদের ঘরে বাইরে মাহে রমজানকে ঘিরে কতই না প্রস্তুতি। রমজান মাস যতই কাছে আসছে খুশির নহর ততই প্রবাহিত হচ্ছে। বরকতময় সাহারী ও ইফতারের বাহারী আইটেমে আমাদের টেবিল সাজবে। ঈমানের রঙ্গে সাজবে আমাদের দেহ-মন। পক্ষান্তরে নিন্মবিত্ত, গরীব, অসহায় পরিবারে রমজানের বাড়তি খরচের চিন্তায় চলছে হাহাকার। নুন আনতে পান্তা ফুরায় যাদের ইফতারে খেজুরও জুটে না অনেকের। এ হাহাকার লাগবে মদিনা রাষ্ট্রের সর্বাধিনায়ক, সর্বযুগের শ্রেষ্ঠ আদর্শ প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) ও হুজুরের বিত্তবান সাহাবায়ে কেরাম সাবান মাসেই যাকাত আদায় করে দিতেন। যেন গরিব মিসকিনরা স্বচ্ছন্দে রমজানের রোজা পালন করতে পারেন। মদিনা রাষ্ট্রের সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমাজে ফিরিয়ে আনতে দেশের বিত্তশালীদের প্রতি অনুরোধ তারা যেন তাদের যাকাত রমজানের আগে গরীবদের মাঝে বন্টন করে দেন। লোকদেখানো নামমাত্র দান না করে গরিব দুঃখীদের মাঝে রমজান আসার আগেই তাদের হক যাকাতের মাল ও অর্থ প্রদান করা বিত্তশালীদের দায়িত্ব। ইসলাম সবাইকে সমানভাবে বাঁচার অধিকার দিয়েছেন। তাই তো ধনীদের ধনে গরীবের হক রেখেছেন। ইসলাম অনুপম আদর্শের নাম। পবিত্র রমজানের প্রশান্তি সবার মাঝে বিরাজ করুক। সিয়াম সাধনা আমাদেরকে আল্লাহ প্রিয় বান্দায় পরিনত করুক। আমিন।
এম সাইফুল ইসলাম নেজামী, সাংগঠনিক সচিব ও মুখপাত্র, মদিনা ইসলামী মিশন বাংলাদেশ।