রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা আজ

11

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সম্মানার্থে রবীন্দ্র-নজরুল স্মৃতি পরিষদ-চট্টগ্রাম এর আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা’ আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর এনায়েতবাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির (এনসিটিবি কারিকুলাম অনুযায়ী বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম) প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক শিপুল কুমার দে, আহবায়ক প্রকৌশলী সুভাষ গুহ ও সদস্য সচিব শিক্ষক শ্যামল বৈদ্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি