রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউছিয়া হাশেমী কমিটির মোটরর‌্যালি

40

আজ মঙ্গলবার হতে নগরীর জালালাবাদ হাশেমী নগরস্থ আহছানুল উলুম জামেয়া গাউছিয়া মাদ্রাসা সংলগ্ন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের মিলাদুন্নবী (দ.) ময়দানে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী হযরত রাসূলে পাক (দ.)’র দুনিয়াতে শুভাগমনের মাস মাহে রবিউল আউয়াল ১৪৪১ উদ্যাপন করা হবে।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ৪৩তম অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী শীর্ষক সেমিনার সফল করার লক্ষে ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউছিয়া হাশেমী কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ সম্মুখ থেকে সোমবার সকাল ১০ টায় বর্ণাঢ্য মোটর গাড়ি র‌্যালি ও বিভিন্ন স্থানে পথসভা শাহাজাদা মাওলানা কাযী মুহাম্মদ বাহা উদ্দীন হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জমিয়তুল ফালাহ থেকে শুরু হয়ে র‌্যালিটি চট্টগ্রাম প্রেস ক্লাব, চেরাগী পাহাড়, আন্দরকিল্লাহ, লালদিঘি, কোতোয়ালী, ফিরিঙ্গি বাজার, শাহ আমানত ব্রিজ, রাহাত্তারপুল, বাকলিয়া, এক কিলোমিটার, বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেইট, রুবি গেইট, শেরশাহ, বায়েজিদ, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, নায়াহাট হয়ে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে মিলিত হয় এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ১১টি জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাসমূহে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ মুদাচ্ছের হাশেমী। উদ্বোধক ছিলেন গাউছিয়া হাশেমী কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দীন হাশেমী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী, হাজী মুহাম্মদ ইসমাইল হোসেন রানা, বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা হাফেজ আবুল হোসাইন, সীতাকুন্ড উপজেলা সভাপতি শওকত উসমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন, ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম পারভেজ, ফটিকছড়ি পৌরসভা সভাপতি মিনহাজ উদ্দিন রুবেল, মাওলানা জাহেদুল ইসলাম কাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ, হাজী মুহাম্মদ আলী, মুহাম্মদ দিদার, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী, মুহাম্মদ এমরান হোসাইন, মুহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ আবদুল মান্নান, জালালাবাদ ওয়ার্ড শাখার সভাপতি কাজী মুহাম্মদ রোকনুজ্জামান, মাওলানা আলমগীর কবির, মাওলানা নুরুল করিম, মুহাম্মদ জাবেদ প্রমুখ। বক্তরা সুন্নী মুসলমানদের ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার সফল করার আহŸান জানান। বক্তারা বলেন, নৈতিক অবক্ষয়ের এই যুগে রাসূল আদর্শ অনুসরণ ছাড়া মুক্তির উপায় নেই। তাই রাসূল আদর্শ জানার এবং মানার জন্য তাঁর জীবনচরিত্র আলোচনা, শ্রবণ ও সে অনুযায়ী আমল করা সময়ের দাবি। যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা হাশেমী তাই মানবসভ্যতার পুনরুদ্ধারের জন্য ঘুণে ধরা সমাজকে আলোর পথ দেখানোর জন্য আজ থেকে ৪৩ বছর পূর্বে এই সেমিনারের প্রবর্তন করেন। বিজ্ঞপ্তি