রবারে হাশেমীয়া আলীয়া শরীফের ফাতেহা শরীফ

1

আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের উদ্যোগে গতকাল বাদে আসর হতে জালালাবাদ হাশেমী নগরস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ইমামে আহলে সুন্নাত, আল্লামা হাশেমী (রহ.)’র সহধর্মীনি, উম্মুল মুহিব্বিন, রাবেয়ায়ে ওয়াক্ত, ফাতেমায়ে জামান, হযরত কাযী মুছাম্মৎ হুরে জান্নাত আল— হাশেমী (রহ.)’র ৮ম ওফাত বার্ষিকী উপলক্ষে ফাতেহা শরীফ মাহফিলে বক্তারা বলেছেন, জান্নাতী রমণীদের অনন্য নমুনা হুরে জান্নাত আল— হাশেমী (রহ.)। পদার্নশীন ইবাদত গুযার, আলেম প্রিয়, এতিম দরদী, মেহমান নেওয়াজী, পরোপকারী এক অনন্য রমণী ছিলেন হযরত কাযী হুরে জান্নাত আল হাশেমী (রহ.)।
সংগঠনের নির্বাহী সভাপতি দরবারে হাশেমীয়া আলীয়া শরীফকাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমীর সভাপতিত্বে এবং সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ যথাক্রমে পীরে তরীকত হাফেজ কাযী মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী, পীর মাওলানা কাযী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমী, পীর মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী,পীর মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমীর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা নুরুল আবছার আলকদেরী, উপাধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ ইউনুছ রেজভী, অধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ কামরুল আহসান আলকাদেরী, মাওলানা কাযী মুহাম্মদ উমর ফারুক আলকাদেরী, মাওলানা কাযী ওমর ফারুক আজমী, মাওলানা ইলিয়াছ আজম নূরী, শাহজাদা মাওলানা ছালেকূল মওলা, শাহজাদা মাওলানা মোবাশ্বের মুজাদ্দেদী, মাওলানা মনির আহমদ আনোয়ারী, মাওলানা ফরিদুর আলম, মাওলানা মুহাম্মদ মিয়া সাদেকী, মাওলানা মুহাম্মদ হাসান আলী, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন সমরখন্দী, মাওলানা ছৈয়দ জাহেদুল ইসলাম কাদেরী, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মনসুর রেজভী, ডা. নাছির উদ্দীন শাহ, ডা. ইয়াসিন, ডা. আসাদ, ডা. হাসানুল হক, ডা. তানজীনা, কুসুম ভাÐারী, হাফেজ মুহাম্মদ আবুল হোসেন, এ জে এম হোসাইন চৌধুরী, মুহাম্মদ নুরুল হুদা পারভেজ প্রমুখ।
২য় দিবসের প্রথম অধিবেশনে খতমে বোখারী শরীফ শাহাজাদায় ইমামে আহলে স্ন্নুাত ম, পীরে তরীকত,মুফতি আল্লামা কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমীর দোয়া মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি