রত্নাকর দাশের সাথে বড়ইকোড়া তরুণ সংঘের সাক্ষাৎ

57

মহানগর পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি, ইসলোক বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব সংগঠক রত্নাকর দাশ টুনুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বড়ইকোড়া উদীয়মান তরুণ সংঘের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হিল্লোল সেন উজ্জ্বল, প্রকৌশলী সুমন সেন, বড়ইকোড়া উদীয়মান তরুণ সংঘের কর্মকর্তা পুলিশ সার্জেন্ট শান্তময় দাশ, সুমন দাশ, রাজীব দাশ, তাপস দাশ, জনি দাশ, কুশল দাশ, জনি দাশ প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে রত্নাকর দাশ টুনু বলেন, কলিযুগে সংঘ শক্তিই সবচেয়ে বড় শক্তি। সংগঠনের মাধ্যমে নিজেরা একতাবদ্ধ হওয়ার সুযোগ পায়। সমাজের সব শুভ কাজে তরুণ-যুবকরাই এগিয়ে আসে। তিনি বড়ইকোড়া উদীয়মান তরুণ সংঘের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি