রত্নাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

2

চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় মর্যাদায় ৩১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হলো কঠিন চীবর দানোৎসব। অনুষ্ঠানে কর্মসূচির প্রথম পর্বে কীর্তন সহকারে প্রভাত ফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষগণের স্মরণে অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান ও সদ্ধর্মসভা। সকাল ০৯ টায় তরুণ কর্মী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। বিকাল ২টায় কীর্তন সহকারে ছাঁইদামুনি ফড়া সামনে থেকে তরুণ কর্মী সংঘের সকল সদস্য ও ছোট্ট বন্ধুরা ধর্মীয় পতকা, কল্পতরু নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে।
সভাপতিত্ব করেন রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ সদ্ধর্মধারী বিনয়পাল মহাথের। প্রধানজ্ঞাতি ছিলেন শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞারত্ন মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ থের। অতিথি ছিলেন ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। আশীর্বাদক ছিলেন রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জে. বি. এস আনন্দবোধি স্থবির, নিয়নমিত্র ভিক্ষু, মৈত্রপ্রিয় ভিক্ষু, প্রিয়মিত্র ভিক্ষু। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সবুজ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রত্নাংকুর বিহার সভার কার্যকরী সভাপতি সজল কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক সঞ্জয় সোম বড়ুয়া উত্তম। ধন্যবাদ জ্ঞাপন করেন এডভোকেট জিনদত্ত বড়ুয়া কাজল। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নিক্সন বড়ুয়া গুড়া। বিজ্ঞপ্তি