আজ যারা শিশু তারা আগামী দিনের কর্ণধার। দেশ গঠনে এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে তাদের ভূমিকা হবে মুখ্য। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের অনেক বেশি যতœবান হতে হবে। বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়া জগতে যাতে তারা মনোযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের মনের অভিব্যক্তি প্রকাশে চিত্রাংকন বিশেষ ভূমিকা রাখে। মনের মাধুরী মিশিয়ে শিশুরা রং তুলির আঁচরে তাদের অনুভূতি প্রকাশ করে। তাই আগামী প্রজন্ম যাতে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যে কাজ করি।
সঙ্গীত পরিষদ আয়োজিত ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির ভাষণে থাইল্যান্ডের অনারারী কনসুলার আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী উপরোক্ত বক্তব্য দেন।
গতকাল বিকেলে এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে পরিষদের সহ-সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদ পরিচালনা কমিটির সদস্য মো. সাজেদুল হক হাসান ও অধ্যাপক দেবাশিস্ রুদ্র। চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক চিত্রশিল্পী হায়দারী আন্দা লুসিয়া ও চিত্রাশিল্পী সিরাজাম মুনীরা। অনুষ্ঠানের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গেøাবাল অফিস অটোমোশান লি. এর পক্ষে বক্তব্য রাখেন ইসরাত জাহান। চিত্রাংকন প্রতিযোগিতার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন পরিষদের শিক্ষক চিত্রশিল্পী অঞ্জন দাশ, সুখরঞ্জন হালদার ও দীপ্তি মজুমদার। পুরষ্কার বিতরণ শেষে পরিষদের ছাত্র-ছাত্রীরা ‘ফুলে ফুলে প্রজাপতি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সঙ্গীত পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক-শিক্ষিকা অন্তরা দাশ, মনীষা রায়, বনানী চক্রবর্ত্তী, প্রমিত বড়ুয়া, অধ্যাপক সুচিত্রা চৌধুরী, রাজীব চক্রবর্ত্তী, প্রিয়ম কৃষ্ণ দে, ত্রিদিব বৈদ্য, দীপ্ত দত্ত, প্রান্ত আচার্য্য, অধ্যাপক পিন্টু ঘোষ, চন্দ্রিমা বিশ্বাস, পলাশ চক্রবর্ত্তী, রিপন সেনগুপ্ত, ত্বনী বড়ুয়া, শিউলী মজুমদার, হ্যাপী ঘোষ, মৌসুমী কর, দেবাশীষ দাশ, অভিষেক দাশ ও এ.এস.এম একরাম প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সম্পৃক্তা নাথ, ২য় আদ্রিতা নাথ, ৩য় আর্নেষ্ট ড্যানিয়েল ডি রোজারিও। ‘খ’ বিভাগে ১ম হয়েছে প্রমা দাশ, ২য় আদ্রি চৌধুরী, ৩য় মুহাম্মদ মুনতাসির চৌধুরী, ‘গ’ বিভাগে ১ম হয়েছে আদ্রিজা কর্মকার, ২য় প্রিয়ন্তী চৌধুরী, ৩য় সুপ্রভা দাশ। বিজ্ঞপ্তি