যৌথভাবে শীর্ষে চসিক অবশেষে জয় শতদলের

48

অবশেষে জয়ের মুখ দেখল স্টেডিয়াম পাড়ার পুরোনো ক্লাব শতদল। জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের অষ্টম রাউন্ডে এসে তারা গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পায়। জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে দিনের অপর খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) একাদশও একই ব্যবধানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারায়। এ জয়ের ফলে ৮ খেলা শেষে ১৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা কাস্টমস ক্লাবের সাথে যৌথভাবে শীর্ষে আছে চসিক একাদশ। সমান সংখ্যক খেলায় ব্রাদার্সের পয়েন্ট ১১, মুক্তিযোদ্ধার ৭ এবং শতদলের ৩।
শতদল ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মধ্যকার খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় শতদল। প্রায় ৩৫ গজ দূরের সুমনের শট ক্রসবারের নিচে লেগে গোল লাইন অতিক্রম করে (১-০)। ৩০ মিনিটে কিপারের ভুলের সুযোগে মন্টু গোল করে ব্যবধান ২-০ করেন। ম্যাচ সেরা শতদলের রাজুর হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য জসিমউদ্দিন।
দিনের গুরুত্বপূর্ণ অপর খেলায় চসিক একাদশ ও ব্রাদার্স হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথমার্ধে গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬ষ্ঠ মিনিটে সজলের (বড়) গোলে এগিয়ে যায় চসিক একাদশ (১-০)। ২৭ মিনিটে ব্যবধান ২-০ করেন বুকোলা। ব্রাদার্স গোলের সুযোগ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি। ম্যাচ সেরা চসিকের দেলোয়ারের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক কৃতি ফুটবলার ডেরিক র‌্যান্ডলফ। আজকের খেলা-কোয়ালিটি স্পোর্টস:মোহামেডান ব্লুজ (১টা ৩০), বন্দর ক্রীড়া সমিতি:বিসিআইসি (বিকেল ৩টা ১৫)।